বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় গত রবিবার ইউনিয়ন পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডের ১২০টি পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগম। ঈদ উপহার পেয়ে আনন্দিত উপকারভোগীরা।
ঈদ উপহার পাওয়া হালিমা বেগম নামের এক নারী বলেন, এই ঈদ উপহার আমাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। বাড়িতে চেয়ারম্যানের পক্ষ থেকে কার্ড পাঠানো হয়েছিল, তাই আজ নিতে এসেছি।
আরেক উপকারভোগী রফিক শেখ বলেন, ঈদের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকে। এই উপহার পাওয়ায় আমাদের অনেক উপকার হলো। অন্তত ঈদের দিনটা একটু ভালোভাবে কাটাতে পারবো।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগম বলেন, দায়িত্ব নেয়ার পর এটাই আমার প্রথম কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় আমরা ১২০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের ইউনিয়নের উন্নয়নে আরও অনেক কাজ বাকি রয়েছে। আমি চাই, এই ইউনিয়নকে শুধু রামপাল নয়, পুরো বাগেরহাটের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।
২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বানতলা ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোর মাঝে এ উপহার প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনে স্বস্তি এনে দিয়েছে।