বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাঊলিয়া ইউনিয়নে শিক্ষক পরিবারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৭ আগস্ট সকালে সন্যাসী বাজার সংলগ্ন চালিতাবুনিয়া মৌজায় এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আকবর আলী হাওলাদারের জমিটি স্থানীয় লোকমান বয়াতির নেতৃত্বে প্রতিপক্ষরা দখল করে নেন। এ ঘটনার পর থেকে ওই শিক্ষক পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
মাস্টার আকবর আলী হাওলাদারের ছেলে জিয়াউল আহসান গতকাল মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, গত ৭ আগস্ট সকালে লোকমান বয়াতির নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের সন্যাসী বাজার সংলগ্ন চালিতাবুনিয়া মৌজায় ৪০ বছর আগে ক্রয় করা কোটি টাকা মূল্যের ৩৩ শতক জমি দখল করে নেয়। এসময় তারা ওই জমিতে থাকা ২০টি মূল্যবান সীমানা পিলার তুলে নিয়ে যায়।
তিনি অভিযোগ করে বলেন, লোকমান বয়াতিরা ১০ ভাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা নিজেদের বিএনপি নেতা বলে দাবী করে বর্তমানে এলাকায় নানা অপকর্মে জড়িত রয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তার আপন চাচা বাগেরহাট পৌরসভার একটি ওয়ার্ডের সভাপতি হওয়ায় তার প্রভাবে এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে জমি দখলসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। এখন আবার বিএনপি পরিচয়ে দস্যুতা শুরু করেছে। তিনি তাদের দখলকৃত সব জমি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ ও তার বৃদ্ধ পিতা মাস্টার আকবর আলী হাওলাদার, ভাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল আহসানসহ পরিবারের সকল সদস্যের নিরাপত্তা দাবী করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে লোকমান বয়াতির মোবাইলে কল দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জেলা বিএনপির সমন্বয়ক এম.এ সালাম বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেয়া হবে না।