বরিশাল ব্যুরো ঃ জে. এম. মারুফ আবদুল্লাহ : বরিশালের বাকেরগঞ্জে গারুড়িয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খানের সভাপতিত্বে ও বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম, গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ এটিএম মশিউর রহমান মাসুদ, প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুজ্জামান খান।
বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, দড়ি লাফ, বালিশ নিক্ষেপ, গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, আধুনিক গাণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে।