নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসার ৫ম বার্ষিক সভা ও সীরাতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় মাদ্রাসা হলরুমে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মনির হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা পরিচালক ও পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবদুর রশিদ। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা হাফেজ মোঃ ইসমাইলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোহাম্মদ ইলিয়াস সওদাগর। এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আলম, মোহাম্মদ আবু তাহের, মাওলানা আবদুল হামিদ প্রমুখ। এছাড়া মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীদের মা উপস্থিত হন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক আবদুর রশিদ বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা গুরুত্বপূর্ণ অধ্যায়। মা একটি জীবন, মা একটি পৃথিবী। মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। এসময় তিনি আগামী ২ ডিসেম্বর জুম্মাবার ৫ম বার্ষিক সভা ও সীরাতুন্নবী (সঃ) মাহফিল সফল করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।