আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ১৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান অতিরিক্ত মহাপরিচালক কমান্ড্যান্ট, বিজিটিসিএন্ডসি বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার সাতকানিয়া, চট্টগ্রাম।
নতুন বছরকে স্বাগত জানাতে সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের মাঠ প্রাঙ্গণে বিজিবির তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। নতুন পোশাক, খাবারদাবার, মেলাসহ আরও নানা উৎসবে মুখরিত হবে চারদিক। যাত্রা ও যাত্রা বিরতিতে থাকছে দুই দিনব্যাপী বর্ষবরণের আয়োজন। থাকছে ঐতিহ্যবাহী বাউলগানসহ লোকজ মেলা। ১৪ ও ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব। বৈশাখী মেলা ঘিরে কর্মমুখর বিভিন্ন গ্রামে মৃৎশিল্প তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। বাঙালির এ প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিজিবির সর্বোচ্চ ট্রেনিং সেন্টার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড মাঠে বসে বৈশাখী মেলা। এ মেলাকে কেন্দ্র করে মাটির বিভিন্ন ধরনের জিনিস এবং কাঠের তৈরি আসবাবপত্র, খেলনাসহ নানা তৈজসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করেছেন উপজেলার মৃৎশিল্পীসহ অন্যান্যরা। তবে প্লাস্টিকের যুগে লোকসান আর সারা বছরের ব্যবসায়িক মন্দা কাটিয়ে পহেলা বৈশাখের মেলায় ভালো বেচা বিক্রি হবে বলে আশা করছেন মেলায় স্টল নেওয়া ব্যবসায়ীরা।
চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের বর্ডার গার্ডের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠাসহ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এক সময়ের আবহমান গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য শিল্প ছিল মৃৎ শিল্প। ফলে এ শিল্পকে কেন্দ্র করে সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে কুটির শিল্প। আর এ শিল্পের সাথে জড়িত রয়েছে উপজেলার কয়েক হাজার মানুষ। তাই বৈশাখী মেলাকে কেন্দ্র করে মৃৎ পল্লীগুলো এখন কর্মমুখর। বাংলা নববর্ষকে বরণের প্রধান অনুষ্ঠান বৈশাখী মেলা। আর এ মেলাকে কেন্দ্র করে বৈশাখী মেলায় বাহারী খেলা ও পণ্যের পসরা সাজিয়ে বসেছে মৃৎ শিল্পীরা।
পহেলা বৈশাখ উপলক্ষে পাল সম্প্রদায়ের নারী-পুরুষ তাদের দক্ষ হাতে সুনিপুণ নৈপুণ্যে তৈরি করেছে নানা সামগ্রী। বৈশাখী মেলায় ব্যবসা করতে মাটির তৈরি সামগ্রী আর খেলনা তৈরিতে রাত-দিন কাজ করেছেন তারা। পুরুষের পাশাপাশি বাড়ির মহিলারাও এসব জিনিস তৈরিতে সাহায্য করেছেন। এমনকি স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও একাজে তাদের বাবা-মাকে সাহায্য করে থাকে। তাদের তৈরি এসব জিনিসপত্র পহেলা বৈশাখের মেলাসহ বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করা হয়।
আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে এই মৃৎ শিল্পজাত নানা পণ্যের কদর। প্লাস্টিক পণ্য বাজার দখল করে নেওয়ায় চাহিদা কমে গেছে মাটির তৈরি খেলনা ও জিনিসপত্রের। ফলে লাভ কম হওয়ায় এসব পণ্য তৈরিতে আগ্রহ হারিয়ে অনেকেই বেছে নিয়েছেন অন্য পেশা। যারাও করছেন বাপ-দাদার এ পেশাকে এখনো ধরে রেখেছেন তারা। সারা বছর তারা বৈশাখী মেলাকে সামনে রেখে মালামাল তৈরি করে থাকেন। অপেক্ষা করেন পহেলা বৈশাখের মেলার জন্য।
এদিকে, বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে সাধারণ মানুষের জন্য বাংলার হারানো ঐতিহ্যকে তুলে ধরার জন্য পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার ১৪ই এপ্রিল সকাল ১০টা থেকে এ বৈশাখী মেলা শুরু হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠাসহ শোভাযাত্রা, হামদ ও নাতে রাসুল, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
২ দিনব্যাপী এ মেলায় ঐতিহ্যবাহী মৃৎশিল্পের পণ্য, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন জিনিস, মাটির তৈরি বিভিন্ন জিনিস, খেলনার পাশাপাশি বিভিন্ন তৈজসপত্র ও কাঠের তৈরি আসবাবপত্র পাওয়া যাবে। এছাড়া কসমেটিক্স, নানা রকম মিষ্টি, এবং বিভিন্ন স্টলে দেখতে পাওয়া যায় রকমারি সম্ভার-চুড়ি, কানের দুল, সুগন্ধি সাবান, হাওয়াই মিঠাই, চুলের ফিতা, নেইল পলিশ, রঙিন বেলুন, কাঠের পুতুল, মাটির পুতুল, আম কাটার চাকু, জিলাপি, খৈ-বাতাসা, ফুচকা, চটপটি, খাজা, তিল, বিরিয়ানি, খিচুড়ি এবং বিভিন্ন ভর্তা দিয়ে পান্তা, বিভিন্ন রকমের আইসক্রিম, মৌসুমী ফল, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস।
বৈশাখ মানে পোড়া মাটির লাল-কালচে সানকিতে (থালা) একই রঙের শুকনা ভাজা মরিচ, সঙ্গে কাঁচা পেয়াজে ভুরিভোজ। মেলায় বাচ্চাদের আনন্দের জন্য ছিল বিভিন্ন রাইডস যেমন- ইলেকট্রিক ট্রেন, ঘোড়ার রাইডস, গাড়ির রাইডস, জাম্পিং রাইডস, নৌকার দোলনা, নাগরদোলাসহ আরো হরেক রকমের রাইডস। বৈশাখী মেলাকে কেন্দ্র করে মাটির তৈরি বিভিন্ন খেলা ও তৈজসপত্র তৈরি করা হচ্ছে উপজেলার বিভিন্ন গ্রামে। পড়ালেখার পাশাপাশি ছেলেময়েরা মা-বাবাকে সাহায্য করছে এসব কাজে।