রতন বড়ুয়া : বাংলাদেশ ৮৮ চট্টগ্রাম বন্ধুদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় গত শনিবার উম্মলক্বোরা মাদ্রাসায় হেফজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ৮৮ চট্টগ্রামের এডভোকেট আরশাদ হোসেন, রেজাউল করিম ভুট্টো, জসিম উদ্দিন মিঠুন, আকতার উদ্দিন রানা, হাসিনা মমতাজ জোনাকি, আফতাব উদ্দিন, এসএমজি মোস্তফা, হেলাল আকবর, আলী মুরাদ, নুরুল আমিন, আরিফ পাভেল, হুমায়ুন কবির, মোঃ ইমরান, আহমেদ হোসেন, শামীমা আকতার, মেজবাউর রহমান, তসলিম উদ্দিন আনন্দ, আবু সুফিয়ান, রিপন, শাহাবুদ্দিন প্রমুখ। ইফতার মাহফিল শেষে ১০০ ছাত্রদের জন্য সেহেরীর ব্যবস্থা করা হয়।