চট্টগ্রাম প্রতিনিধি : “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” -এ প্রতিপাদ্যকে লালন ও ধারন করে দীর্ঘ বছর যাবৎ কাজ করে আসা মানবিক সংগঠন বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটি ২০২৫-২০২৬ সালের জন্য জিএম মাহাবুব হোসেনকে সভাপতি, লায়ন সন্তোষ কুমার নন্দীকে সাধারণ সম্পাদক ও জামাল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ জন বিশিষ্ট কমিটি গত সোমবার গঠন করা হয়।
কমিটি গঠনকল্পে আলাচনা সভায় সোমা মুৎসুদ্দির পরিচালনায় ও জিএম মাহাবুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন জাবেদ আবছার চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবির পরিচালক ও ফোরামের উপদেষ্টা আলতাফ হোসেন, লায়ন নুর কচি, মহিউদ্দিন, মোঃ আলমগীর প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন সদ্য সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, মোঃ লোকমান মিয়া, ইয়াসমিন আনিছ চৌধুরী, লাভলী ডিউ, রোকসানা আক্তার, শিরিন আক্তার, মাহমুদা জামান নিশি, সুলতানা নাজমা, সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক সাহেদুর, নেছার আহাম্মদ, শয়ন দে, মুহাম্মদ সাগর প্রমুখ।