নিজস্ব প্রতিবেদক
দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বাংলাদেশের মানচিত্র এঁকে ভারতের মানচিত্র এড়ানো সম্ভব নয়। ভারত বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী।”
তিনি আরও বলেন, “দুই দেশের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত।” বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভারতের সঙ্গে স্থলসীমান্ত ভাগাভাগির বিষয়টি উল্লেখ করে ড. ইউনূস দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের ভঙ্গুর অবস্থায় দুঃখ প্রকাশ করেন।
বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের তিক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক পুনঃস্থাপনের গুরুত্ব তুলে ধরেন। ড. ইউনূস আশা প্রকাশ করেন যে, উভয় দেশ একসঙ্গে কাজ করে বিদ্যমান সংকট কাটিয়ে উঠবে এবং সম্পর্ক পুনরুদ্ধারে নতুন উদ্যোগ গ্রহণ করবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে দুই দেশের মধ্যে ঐতিহাসিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক সম্পর্ককে সামনে রেখে এই জটিলতা সমাধানে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন ড. ইউনূস।