বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে ভোটগ্রহণ শেষ। এখন চলছে ভোট গণনা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে বিএফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে মোট ভোটার ৬১৯ জন। নির্বাচনে ভোট দেন ৪৫৭ জন। ভোটগ্রহণের আগের দিন সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটির নেতৃত্বে রয়েছেন আতিকুর রহমান লিটন, অন্যটিতে কামাল মো. কিবরিয়া।
ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন। গত ৫ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত ছিল। এই জটিলতা কাটাতে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রযোজক শামসুল আলমকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইকবাল। সর্বশেষ সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন ওমর সানী। মেম্বার সেক্রেটারি মাহমুদুল হক পলাশ।