নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রোপ্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে গত ২৯ ও ৩১ ডিসেম্বর কুমিল্লা কোল্ড স্টোরেজ লিঃ, কাবিলা, কুমিল্লা ও এপোলো মাল্টিপারপাস এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ বাবুরহাট, চাঁদপুরে “আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার” শীর্ষক ২টি সফল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উভয় হিমাগারের পরিচালক যথাক্রমে চন্দন কুমার সাহা ও সাখাওয়াত হোসেন শাকিল। কর্মশালায় বিভিন্ন হিমাগারের ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। কর্মশালা ২টিতে কুমিল্লা ও চাঁদপুর জেলার হিমাগারের মালিকগণ, আলুচাষী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও চাঁদপুর সদর উপজেলার কৃষি অফিসারদ্বয়ও কর্মশালায় উপস্থিত ছিলেন।