বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে ভাড়াটিয়ার কাছ থেকে দোকান ভাড়া চাইতে গিয়ে নজরুল ইসলাম নামে এক সংবাদকর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে নজরুল ইসলাম ও ৩ নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছে। পরে এই সংক্রান্তে মামলা দায়ের করেছে ভুক্তভোগী।
গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার শেখেরখীল ইউপির মৌলভীবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে গত মঙ্গলবার বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামী করে ১৬৫/২০২৪ইং মামলা দায়ের করেছে। আসামীরা হলো- শেখেরখীল ইউপির ৮নং ওয়ার্ডের সৈয়দুল আলমের পুত্র আতাউর রহমান (৩৫), শফিউল আলমের পুত্র শাহজাহান (৩০), মৃত আলী আহমদের পুত্র মোঃ মানিক (৪০)। আহতদের মধ্যে অন্যান্যরা হলেন- মৃত রোশন আলীর মেয়ে ছকিনা বেগম, সোহেল রানার স্ত্রী হাছিনা বেগম ও নজরুল ইসলামের স্ত্রী ছেনুয়ারা বেগম। আহত নজরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তিনি চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসাপত্রসহ মামলার আর্জির সাথে সংযুক্ত দেখা গেছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শেখেরখীল ৮নং ওয়ার্ডের মৃত রোশন আলীর ছেলে নজরুল ইসলাম একই এলাকার সৈয়দুল আলমের পুত্র আতাউর রহমান (৩৫)কে দোকান ভাড়া দিয়েছিল। উক্ত দোকানের বকেয়া ভাড়া চাওয়ায় দোকানের ভাড়াটিয়া আতাউর রহমানসহ অপরাপর আসামীরা যোগসাজশে লাঠিসোঁটা, হাতুড়ি ও ছুরি নিয়ে মৌলভীবাজারস্থ এক সেলুনের দোকানে অতর্কিত অবস্থায় নজরুল ইসলামের উপর হামলা চালায়। এসময় আহত নজরুল ইসলামের আর্তচিৎকারে তাকে উদ্ধারের জন্যে ছকিনা, হাছিনা ও ছেনুয়ারা বেগম এগিয়ে আসলে আসামীরা তাদের উপরও হামলা করে গুরুতর আহত করেছে মর্মে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ঘটনার সময় আসামীরা আহত নজরুল ইসলামসহ অপরাপর আহতদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মর্মেও অভিযোগ সূত্রে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই সংক্রান্তে কোর্টে মামলা হয়েছে কিনা সেটা আমি এখনো অবগত নই। আর যদি মামলা হয়ে থাকে তাহলে বিজ্ঞ আদালত হয়তো সংশ্লিষ্ট থানা অফিসার ইনচার্জকে দুই ধরনের নির্দেশনা দিতে পারেন, এক নিয়মিত মামলা রুজু করার, আরেকটি হচ্ছে তদন্ত করে রিপোর্ট প্রদানের। কোন ধরনের নির্দেশ দেওয়া হয়েছে তা আমি জানি না। বিষয়টি জানতে তদন্ত অফিসার অথবা সেকেন্ড অফিসারের সাথে যোগাযোগ করতে বলেন ওসি তোফায়েল।
বিষয়টি জানতে তদন্ত ওসি ও সেকেন্ড অফিসারকে একাধিকবার ফোন দেয়া হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।