গোলাম হায়দার, বরগুনা প্রতিনিধি
প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বরগুনায় প্রায় ৯ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলায় বদরখালি, ঢলুয়ার ডালভাঙা ও এম বালিয়াতলী এলাকার তিনটি স্থানে ৫.৪৫ কিলোমিটার, পাথরঘাটা উপজেলার কালমেঘা, ছোনবুনিয়া ও তালুকের চরদুয়ানি এলাকায় ১ কিলোমিটার ২৬৩ মিটার, বামনার উপজেলায় অযোধ্য, কালিকাবাড়ী এলাকায় ৪৩৬ মিটার, তালতলীতে ১ কিলোমিটার ২১০ মিটার ও বেতাগী উপজেলার বুড়ামজুমদার এলাকায় ২০ মিটার বাঁধ জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। বরগুনা সদরে ঢলুয়া ইউনিয়নের বরইতলা, মাঝখালি ও ডালভাঙাসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, ভাঙন কবলিত এসব এলাকার বিষখালী তীরবর্তী বাঁধের দুই তৃতীয়াংশ নদীতে বিলীন হয়েছে। এছাড়াও এম বালিয়াতলী ও নলটোনা এলাকায়ও একই অবস্থা। ঢলুয়ার মাঝখালি এলাকার বাসিন্দা মিল্টন দফাদার বলেন, ‘লঘুচাপজনিত প্রবল জোয়ারে বাঁধের বেশিরভাগ অংশ নদীতে বিলীন হয়েছে। এসব এলাকায় বাঁধ সংস্কারে লাভ নেই, স্থায়ী সুরক্ষা বাঁধ নির্মাণ ব্যতীত এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব।’ একই বক্তব্য ভাঙন কবলিত এলাকার অন্য বাসিন্দাদেরও। পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, বৃষ্টি ও জোয়ারের পানিতে পাঁচটি উপজেলায় প্রায় ৯ কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। এসব বাঁধের সংস্কারে অর্থ বরাদ্দের জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো।’ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাাহ বলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানে জেলায় ক্ষতিগ্রস্থ ২১ কিলোমিটার বাঁধের সংস্কার কাজ চলমান রয়েছে। জোয়ারে ক্ষতিগ্রস্থ বাঁধের স্থান চিহ্নিত করে আমরা সংস্কারের ব্যবস্থা করবো।’