গোলাম হায়দার, বরগুনা প্রতিনিধি
বরগুনায় আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় তিন আসামির পক্ষে দ্বিতীয় দিনের মত যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামি পক্ষের আইনজীবীরা। এসময় এক আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ নিয়ে রিফাত হত্যা মামলায় চার আসামির পক্ষে সম্পূর্ণ ও এক আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর বিকাল ৫টায় যুক্তিতর্ক চলমান রেখে আদালত মুলতবি ঘোষণা করেন আদালতের বিচারক। গতকাল বুধবার সকাল ১০টায় আদালতে দ্বিতীয় দিনের মত এ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলার দুই নম্বর আসামি আল-কাইয়ুম রাব্বির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির। তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট নাসির উদ্দিন। আট নম্বর আসামি রাফিউল ইসলাম রাব্বির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মাসুদ খান ও নাসির উদ্দিন। এছাড়াও মামলার চার নম্বর আসামি রেজোয়ান আলী খান হৃদয়ের পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট লুৎফর রহমান ও অলিউল্লাহ সবুজ। এর আগে ৩১ আগস্ট মামলার এক নম্বর আসামি রিফাত ফরাজীর যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার বলেন, ‘প্রাপ্তবয়স্ক আসামিদের পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এর আগে গত সোমবার মামলার প্রধান আসামি রিফাত ফরাজীর পক্ষে তার আইনজীবীরা যুক্তিতর্ক শেষ করেন। বাকি আসামিদের যুক্তিতর্ক শেষ হলে বিচারক এ মামলার রায়ের জন্য দিন ধার্য্য করবেন।’ তিনি আরও বলেন, ‘রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকাসহ প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সঠিক যুক্তি তুলে ধরেছেন। এরপর সোমবার থেকে আসামি পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।’ এ মামলায় ৭৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।