গোলাম হায়দার, বরগুনা প্রতিনিধি
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় জেলা ও দায়রা জজ আদালতে প্রাপ্তবয়স্ক ১০ আসামীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মত রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে নয় জন আসামির উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ভূবন চন্দ্র হালদার সাক্ষীদের সাক্ষ্যের ওপর তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের যৌক্তিকতা তুলে ধরেন। ঘটনার বর্ণনার পাশাপাশি সিসি ক্যামেরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর দ্বিতীয় দিনের মত রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষের পিপিকে সহায়তা করেন শিশু আদালতের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় দিনের মত রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালতের কার্যক্রম আগামী সোমবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। যুক্তিতর্ক চলাকালীন কারাগারে থাকা আট আসামি এবং জামিনে থাকা রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নী উপস্থিত ছিলেন।