গোলাম হায়দার, বরগুনা প্রতিনিধি
বরগুনায় তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইম ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে বরগুনা সদরের থানা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইম বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের পূর্ব ধুপতি গ্রামের স্বপন মিয়ার ছেলে। ওই তরুণী অভিযোগ করেছেন, সাইম ইসলাম ছদ্মনামে তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে পোস্ট করেন। এছাড়াও বিভিন্ন সময়ে তরুণীর আত্মীয়-স্বজনদের ফোন করে হুমকি দেন। র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. ইফতেখারুজ্জামান সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকারও করেছেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) সহিদুল ইসলাম জানান, সাইমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।