গোলাম হায়দার, বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার করায় পান্না নামের এক জেলেকে আটক করেছে গ্রামবাসী। তাকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। গত শুক্রবার রাত ২টার দিকে হরিণঘাটা বড় হোর নামের একটি খালে তাকে আটক করা হয়। ওই জেলের কাছ থেকে বিষের বোতল ও বিষাক্ত মাছ উদ্ধার করা হয়েছে। সে পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মৃত আ. করিমের ছেলে।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।হরিণঘাটা গ্রামের কালাম দফাদার জানান, এক মাস ধরে পান্না মিয়াসহ ১০-১২ জন হরিণঘাটা বনের বিভিন্ন খালে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে আসছে। এতে মাছ মারা যাচ্ছে। বনের পশুপাখি, হরিণ, শূকর, গবাদি পশুসহ বন্যপ্রাণীও ওই পানি খেয়ে মারা যাচ্ছে। এতে বনের পাশের লোকজন প্রশাসনের চাপের মুখে পড়ছে। গ্রামবাসী অসৎ মৎস্য শিকারীদের ধরার জন্য বনে পাহারা বসায়। পরে গত শুক্রবার গভীর রাতে ৮-১০ জন জেলে খালের মধ্যে বিষ দিয়ে মাছ ধরার সময় ধাওয়া করে একজনকে মাছ, বিষসহ ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।