এনামুল ইসলাম, সিলেট প্রতিনিধি
সিলেট বন বিভাগের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম এ তথ্য জানান।
তৌফিকুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের ‘পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠান বনায়নের অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা করা হচ্ছে। আজ (সোমবার) এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সিলেট বন বিভাগের এ কর্মসূচির আওতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩৮ হজার বৃক্ষরোপণ করা হবে।’