শারীরিক অসুস্থতাজনিত কারণে আইপিএল মেগা নিলামের প্রথম দিনে আর দায়িত্ব পালন করা হবে না হিউজ এডমিডাসের। শনিবার নিলাম চলাকালীন হুট করেই মঞ্চে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন এডমিডাস।
যে কারণে নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয় মধ্যাহ্ন বিরতি। এই বিরতিতেই ঠিক করা হয়েছে নতুন নিলামকারী। প্রথম দিনের বাকি অংশে নিলাম কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন ভারতীয় ধারাভাষ্যকার ও বিশিষ্ট কুইজ মাস্টার চারু শর্মা।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন চারু। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের দায় কাঁধে নিয়ে এ দায়িত্ব ছেড়ে দিতে হয়েছিল তাকে। এখন ভারতের প্রো কাবাডি লিগের পরিচালক হিসেবে রয়েছেন চারু।
উল্লেখ্য, আইপিএলের মেগা নিলামে শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে কাড়াকাড়ি চলছিলো দলগুলোর মধ্যে। দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল ১০ কোটি ৭৫ লাখ রুপিতে।
কিন্তু এই নিলাম আর শেষ হতে পারেনি। কেননা দলগুলোর দাম বাড়ানোর দৌড়ের মাঝেই মাটিতে লুটিয়ে পড়েন মঞ্চে দাঁড়িয়ে নিলাম পরিচালনাকারী হিউজ এডমিডাস।
তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ঠিক কী হয়েছে এ ব্রিটিশ নিলামকারীর। পরিস্থিতি গুরুতর দেখে আগেই মধ্যাহ্ন বিরতির ঘোষণা দিয়ে দিয়েছে আইপিএল আয়োজক কর্তৃপক্ষ।
তবে পরে জানা গেছে, তেমন কোনো সমস্যা হয়নি এডমিডাসের। শারীরিক ক্লান্তির কারণেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। এমনিতে কোনো বড় সমস্যা নেই।
বিশ্বব্যাপী নিলাম পরিচালনার জন্য বিশেষ খ্যাতি রয়েছে এডমিডাসের। দীর্ঘ ৩৬ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি নিলাম পরিচালনা করেছেন তিনি।
আইপিএলের ২০১৮ সালের আসর থেকে এডমিডাসই নিলাম পরিচালনা করে আসছেন। এটিই তার প্রথম মেগা নিলাম ছিল। কিন্তু শারীরিক অসুস্থতায় প্রথম দিনের অভিজ্ঞতাটা খুব একটা ভালো গেলো না।