বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে অনাবৃষ্টি, খরা আর তীব্র তাপদাহে মাঠে মাঠে শুকিয়ে উঠছে পাটক্ষেত। দীর্ঘ দিন থেকে খরা অনাবৃষ্টিতে পাটের জমিতে রস না থাকায় পাট শুকিয়ে উঠছে। আবার পাটের গাছ বড় হতে পারছে না। জন্যই এবার পাটের ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা বোদ করছে পাট চাষীরা। পাট চাষীরা জানায় চৈত্র মাসের শেষ ও বৈশাখ মাসের শুরু থেকেই পাট চাষাবাদ শুরু হয়। অনুকুল পরিবেশ আর আশানুরূপ বৃষ্টিপাত হলে পাটের গাছ বড় হয়ে যেত। পাটক্ষেত যদি ভালো হয় আর বাজারে ভালো দাম থাকে তাহলে সোনালী আঁশের সোনালী স্বপ্নে কৃষকের মন ভরে যায়। তাছাড়া পাটের সিনটি সারা বছর সংসারের জ¦ালানীর চাহিদা মিটাই। অনেক পরিবার নিজের চাহিদা মিটিয়ে সিনটি বিক্রি করে অনেক টাকা আয় করেন। কৃষকের কাছে পাটক্ষেত একটি লাভ জনক ফসল। এলাকা ঘুরে জানা যায়, কৃষি প্রধান এই উপজেলার প্রায় প্রতিটি পরিবার অর্থ উপার্জনের পাশাপাশি জ¦ালানীর চাহিদা মিটাতে কম বেশী সবাই পাট চাষাবাদ করে থাকে। হলুদ বিহার গ্রামের আতিকুল জানায় ৬/৭ বিঘা জমি পাট রয়েছে। সেচ দেওয়া জমির পাট ভালে হয়েছে। যে সব জমিতে সেচ দেওয়ার সুবিধা নেই সে সব জমির পাটক্ষে ভালো হয়নি। খরায় শুকিয়ে উঠছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, চলতি মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টিপাত ন হয় খরা আর প্রচুন্ড তাপদাহে পাটক্ষেত শুকিয়ে উঠছে। এ বছর উপজেলা ১৩৩০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এখনো আশানুরূপ বৃষ্টিপাত হলে পাটের ফলনে ঘার্তি হবে না।