নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সারাদেশের দৈনিক সংবাদপত্রসমূহের স্বার্থ রক্ষা ও সাংবাদিকতা বিকাশের প্রত্যয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) এর ২০২২-২০২৪ মেয়াদের কমিটি গঠনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি দৈনিক প্রভাত পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক ও প্রকাশক এম জি কিবরিয়া চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রফিক উল্লাহ সিকদার, সহ-সভাপতি কামরুজ্জামান জিয়া, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি নীতিশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ বাঙালী, কোষাধ্যক্ষ মফিজুর রহমান খান বাবু, দপ্তর ও কল্যাণ সম্পাদক মোরশেদ মজুমদার, নির্বাহী সদস্য মোহাম্মদ আরফিন, নির্বাহী সদস্য টি এম শওকত আলী মোস্তফা, নির্বাহী সদস্য রুমাজ্জল হোসেন রুবেল, নির্বাহী সদস্য ড. খান আসাদুজ্জামান, নির্বাহী সদস্য রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সদস্য মো. তাজুল ইসলাম, নির্বাহী সদস্য আবদুস সালাম, নির্বাহী সদস্য অশোক ধরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।