বগুড়া প্রতিনিধি
বগুড়া সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আবারও মেরুদন্ড সোজা হয়ে দাঁড়িয়েছে। সাংসদ সাহাদারা মান্নানের চেষ্টায় প্রসূতি মায়ের সিজার চালু করায় সুবিধাভোগীরা চিকিৎসা সেবা নিতে মুখ ঘুরে নিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সিজার কাযক্রম শুরু করার পর দুই সপ্তাহে ১৫ জন প্রসূতি মা সিজার সুবিধা পেয়েছেন।
সুবিধাভোগীরা বলেন, আগে বগুড়া শহরে গিয়ে হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এখন স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কাযক্রম শুরু করায় তাদের একদিকে ঔষধ ক্রয়সহ নানা বিষয়ে অর্থ ব্যয় হচ্ছে না, অপরদিকে বাড়ী থেকে এসে রোগীর দেখভাল করা যাচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, আরএমও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল বলেন, নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে সকলের সহযোগিতায় সেবার মান আরও বৃদ্ধির চেষ্টায় কাজ করছি।
বগুড়া সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম বলেন, সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু করা হবে।