বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কৃষক নুরুল ইসলাম হত্যা মামলায় আসেদ আলী নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি এসব তথ্য নিশ্চিত করেন।
দন্ডিত আসেদ আলী বগুড়ার গাবতলী উপজেলার শীলদহবাড়ী গ্রামের মোসলেম উদ্দিন মোল্লার ছেলে। এছাড়া অপর দুই আসামি ইমু বেগম এবং আনোয়ারা বেওয়াকে খালাস দিয়েছে আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১০ মার্চ বগুড়ার গাবতলী উপজেলার শীলদহবাড়ী গ্রামে নিজ বাড়ির সীমানায় লাউ গাছের মাচা তৈরি করছিলেন নুরুল ইসলাম। এসময় প্রতিবেশী আসেদ আলী ওই জায়গা নিজের দাবি করে কয়েকজন মিলে নুরুল ইসলামকে মারধর করে। আহত অবস্থায় তাকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টায় তিনি মারা যান। পরে নিহতের স্ত্রী মোমেনা খাতুন তিনজনকে আসামি করে গাবতলী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ১৬ বছর পর ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল সোমবার অভিযুক্ত আসেদ আলীকে যাবজ্জীবন সাজা এবং বাকি দুই আসামিকে খালাস দেন আদালত।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি বলেন, কৃষক নুরুল হত্যায় আদালত আসেদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। এছাড়া অপর দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।