বগুড়া প্রতিনিধি
বগুড়ায় হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত যাবজ্জীবন আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১২, বগুড়ার একটি টিম তাকে বগুড়া শিবগঞ্জের আমতলী এলাকা থেকে গ্রেপ্তার করে। সাইফুল ইসলাম শিবগঞ্জের বিহার এলাকার সাহার আলীর ছেলে।
জানা যায়, ১৯৯৭ সালে চালককে হত্যা করে অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এ ঘটনার মামলা বিচারের রায়ে সাইফুল ইসলাম যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হয়। হত্যাকান্ডের পর থেকেই ঢাকা ও সিলেটে রিক্সা চালিয়ে সাইফুল নিজের পরিচয় গোপন করে ২৬ বছর ধরে পলাতক ছিলেন।