বগুড়া সংবাদদাতা : জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার বগুড়ার সোনাতলা উপজেলা প্রতিনিধি, এশিয়ান টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি, দৈনিক বগুড়ার সাবেক প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সদস্য আনারুল ইসলাম লিটন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন, মহাসচিব কামরুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম, মুন্জুরুল ইসলাম মুন্জু, সাধারণ সম্পাদক ইউনুছ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক রেজওয়ানুল হক মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাজু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক ড. প্রভাষক শফিকুল ইসলাম শফিক, মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, আশরাফুল ইসলাম রতন, মুহাঃ বাদল চৌধুরী, এসএম আবু সাঈদ, মমিনুর রশীদ শাইন, শফিকুল ইসলাম শফিক, আমিনুর ইসলাম, রফিকুল আলম, আজিজুল হক, জাকির হোসেন, মতিউর রহমান মতি, ইসমত আরা জাহান সীমা, আব্দুল হান্ন্নান, আইয়ুব আলী, গোলাম ফারুক, আব্দুল লতিফ, আমিনুল আকন্দ, এনামুল হক, ফিরোজ কামাল ফারুক, আবুল কালাম আজাদ বাবু, সুব্রত কুমার ঘোষ, খন্দকার আতিকুর রহমান আতিক, গোলজার হোসেন মিটু, রেজাউল করিম রেজা, মাফরোজা খানম সাথী, হারুন অর রশিদ, গিরেন চন্দ্র, সাখাওয়াত হোসেন প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সপ্তাহখানেক আগে তিনি হৃদরোগে আক্রান্ত হলে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন থাকার পর কিছুটা সুস্থ হলে তাকে বাসায় আনা হয়। গত বৃহস্পতিবার তিনি আবারো অসুস্থ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……….. রাজিউন)। শুক্রবার বাদ আছর সোনাতলার মোনারপোটল গ্রামে তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।