বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় দাম্পত্য কলহের জেরে পাষন্ড স্বামী জহির বেপারী কর্তৃক ছুরিকাঘাতে স্ত্রী তাসলিমা আখতার নিহত হওয়ার অভিযোগ উঠছে। এ ঘটনায় তসলিমার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। উপজেলার বালুয়া ইউনিয়নের হাড়িয়াকান্দি গ্রামে স্বামীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
থানা অফিসার ইনর্চাজ সৈকত হাসান জানান, বগুড়ার গাবতলী উপজেলার চামুরপাড়া গ্রামের রফিকুল ইসলামের কন্যা তসলিমার দুইবছর আগে বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ হতো। এরই কারণে গেল মধ্যরাতে তসলিমাকে ছুরিকাঘাতে আহত করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।