বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলার তেকানি চুকাইনগর ইউনিয়নের যমুনা নদীর চর এলাকার পূর্বতেকানি চরচুকাইনগর গ্রামে ইউরিয়া সার বাকীতে বিক্রি না করার কারণে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষগণ দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে দোকানদার সাবু মিয়াকে মারধর করে দোকানের মালামাল বিক্রির নগদ টাকা জোরপূর্বক কেড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত সাবু মিয়া সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাবু বাদী হয়ে প্রতিপক্ষ জিল্লুর রহমান, আবু মিয়া, নান্টু, জুয়েল, মমিনুল ইসলাম, জিন্নাসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, পূর্বের বাকি টাকা শোধ না করে জিল্লুর রহমান আবারও সার বাকি চায়। এতে রাজী না হলে জিল্লুর রহমান ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার লোকজন নিয়ে এসে অতর্কিত দোকানে হামলা চালিয়ে মারধর করে ও টাকা-পয়সা নিয়ে যায়।