পতাকা তৈরি ও বিক্রিতে ভীড়
বগুড়া প্রতিনিধি
আর মাত্র ৩ দিন পরে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে মরুভূমির দেশ কাতারের মাটিতে বসবে বিশ্বকাপের মহারণ। সেই বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে এদেশের অগণিত ফুটবল ভক্তদেরও। সারাদেশের মত বগুড়ার মানুষও মেতে উঠতে শুরু করেছে ফুটবলের উন্মাদনায়। ফুটবল ভক্ত মানুষেরা নিজেদের বাসা-বাড়িতে বা দোকানে তাদের প্রিয় দলের পতাকা টানিয়েছে। কেউ কেউ জার্সি গায়ে দিয়ে কেউবা কাঠ দিয়ে কাপ তৈরী হাতে নিয়ে নিজেকে জয়ী হিসেবে কোন দলের সমর্থক তাও জানিয়ে দিচ্ছে। আবার গ্রুপভিত্তিক প্রিয় দলের পতাকা ও জার্সি পরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানা আনন্দ উল্লাসে মেতে উঠতে শুরু করেছে।
অন্যদিকে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বরাবরই ব্রাজিল ও আর্জেন্টিনার সর্থমকরা এগিয়ে। তাইতো আর্জেন্টিনার দলের পক্ষে খেলোয়াড় মেসি ভক্তরা এর মধ্যেই কেউ কেউ জার্সি ক্রয়, কেউ কেউ আর্জেটিনার পতাকা কিনছেন। কেউ কেউ ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেসির ছবিসহ মেসির হাতে বিশ্বকাপের স্বপ্ন হৃদয়ে গেঁথে নিচ্ছেন। তেমনি এক ফুটবলপ্রেমীর সন্ধান মেলে বগুড়ার শিবগঞ্জে পৌর এলাকার চকভোলা গ্রামে। কাঠমিস্ত্রী মাইনুর রহমান কাঠ দিয়ে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। কাপটিতে সুন্দর কারুকাজ করা হয়েছে। এতে ফুটবলার লিওনেল মেসির ছবি লাগানো থাকায় মেসি ভক্তরা এমনকি অনেকেই কাপটি দেখার জন্য ভীড় করছেন তার বাড়িতে।
কাতার বিশ^কাপ ফুটবলে প্রিয় খেলোয়াড় মেসির হাতে জয়ের শিরোপা উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে কাঠমিস্ত্রী মাইনুর রহমান বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমি কাঠ দিয়ে যত্ন সহকারে তিনমাসের কঠোর পরিশ্রমে এই কাপ তৈরি করেছি। কাপটি তৈরি করে এতে মেসির ছবিও দিয়েছি। প্রিয় দল আর্জেটিনা এবার জয়লাভ করবে এবং আমার প্রিয় খেলোয়ার মেসির হাতেই উঠবে বিশ্বকাপ।
এদিকে বিশ্বকাপ ফুটবল খেলার আনন্দ জোয়ার মেতে উঠে শেরপুর উপজেলা শহরের ব্রাজিল দলের সমর্থকরা পতাকা, জার্সি গায়ে, প্লাকার্ড, ব্যানার- স্টিকার নিয়ে দৃষ্টিনন্দন মোটরসাইকেল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। আবার কেউ কেউ বাঁশি ও ব্যান্ডপার্টি বাজিয়ে বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে ও দেয়ালে লাগাচ্ছে পছন্দের দলের পতাকা।
এবারের বিশ্বকাপ ফুটবল খেলায় বিভিন্ন দেশের পতাকা ও জার্সি তৈরীতে নির্ঘুম রাত কাটাচ্ছে কারিগররা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ৩২ দলের এই খেলার সমর্থকরা যে দেশকে পছন্দ করেন সেই পতাকা এখন তৈরি হচ্ছে বগুড়ার প্রত্যন্ত এক গ্রামে। যারা তৈরি করছে তাদের মধ্যেও শুরু হয়েছে একই উন্মাদনা। বগুড়া শহর থেকে ৬ কিলোমিটার পূর্বে চকঝপু গ্রামের গ্রামেরই বাসিন্দা আব্দুর রউফ (৪৩), তার বাড়িতেই চলছে বিশ্বকাপ ফুটবলের পতাকা তৈরির কাজ।
পেশায় একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আব্দুর রউফ শহরের চাঁদনীবাজারে (কাঁঠালতলা) মশারী ও তার নেট বিক্রি করেন। এখন সেগুলোর সঙ্গে সিজন অনুযায়ী বিভিন্ন দেশের পতাকা তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহও করেন। শুধু বিভিন্ন দেশের নয়, বাংলাদেশের জাতীয় পতাকাও তৈরি করে থাকেন। শুধু তিনিই নয় তার বাড়ীতে স্ত্রী রাজিয়া খাতুনসহ বেশ কয়েকজন নারী বিভিন্ন দেশের পতাকা তৈরিতে ব্যস্ত। একটুও অবসর সময় পাচ্ছেন না তারা। কারণ সময় আর বেশি নেই, তাই তারাও কাজের ফুরসত পাচ্ছেন না। বিশ্বকাপ ফুটবলে ৩২টি দল অংশগ্রহণ করলেও ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকার চাহিদা বেশি। তাদের তৈরি পতাকা যাবে দেশের বিভিন্ন জেলায়।
পতাকা তৈরি করতে করতেই মুন্নী বেগম জানালেন, বিশ্বকাপ ফুটবলের আগে এই পতাকা তৈরি করে বাড়তি আয় হচ্ছে। বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই এসব কাজ করছেন।
আব্দুর রউফ জানান, তিনি সাধারণত মশারী তৈরি ও বিক্রি করে থাকেন। ১৯৯৬ সালের দিকে কিছু পতাকা বাইরে থেকে এনে বিক্রি শুরু করেন। বিশ্বকাপ ফুটবল ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা সারা বছর বিক্রি করেন। এভাবেই প্রতিটি বিশ্বকাপের আগে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করে আসছেন। ২০১৮ বিশ্বকাপের সময় প্রায় ১৮ লাখ টাকার পতাকা বিক্রি করেছেন তিনি। কিন্তু এবার তিনি নিজ বাড়িতে এসব পতাকা তৈরি করেছেন। বিগত সময়ের চেয়ে এ বছর পতাকা বিক্রি কম হচ্ছে। এই কাজে প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। আগে পাইকাররা আগের মতো পতাকা কিনছে না। বগুড়া শহরের সাতমাথাসহ জেলার বিভিন্ন স্থানে ফেরি করেও যেসব পতাকা বিক্রি হচ্ছে সেগুলো তার হাতেই তৈরি। তারা পাইকারি কিনে নিয়ে বিক্রি করছেন। এ পর্যন্ত বিভিন্ন দেশের ১২ হাজার পতাকা তৈরি করেছেন। ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, স্পেনের পতাকার চাহিদা বেশি। অন্য দেশের পতাকাও চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হয় বলে দাবী করে ওই ক্ষুদ্র ব্যবসায়ী।