লাইফস্টাইল ডেস্ক
ফ্রিজ ভালো রাখতে শুধু নিয়মিত সেটি পরিষ্কার রাখলেই হয় না, বরং আরও বেশ কিছু বিষয়ে নজর রাখতে হয়। দীর্ঘদিন ফ্রিজ ভালো রাখতে এর যত্নও নিতে হয় ভালোভাবে। ব্যবহারের ভুলেই বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়।
কয়েকদিন পরপর যদি আপনি মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে নিয়মিত ফ্রিজের রক্ষণাবেক্ষণ করেন তাহলে সেটি ভালো থাকবে এমনকি বিদ্যুৎ বিলও কমবে। চলুন তবে জেনে নেওয়া যাক ফ্রিজ ভালো রাখতে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে-
১. রেফ্রিজারেটরের দরজা দ্রুত বন্ধ করতে হবে। বেশিক্ষণ খোলা রাখবেন না।
২. রেফ্রিজারেটরের দরজার সিল পরীক্ষা করুন।
৩. দ্রুত খাবার ঠান্ডা ও হিমায়িত করতে আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক তাপমাত্রা সেট করুন।
৪. রেফ্রিজারেটরে রাখা খাবারগুলো সঠিকভাবে সাজিয়ে রাখুন।
৫. রেফ্রিজারেটরের ভেতরের ভেন্টগুলোকে ব্লক করবেন না। তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে।
৬. বেশি বরফ জমলে সেগুলো ডিফ্রস্ট করে তারপর খাবার রাখুন পুনরায়।
৭. রেফ্রিজারেটর কখনো দেওয়ালের খুব কাছাকাছি রাখবেন না।
৮. মাসে অন্তত ২-৩ বার রেফ্রিজারেটর পরিষ্কার করুন।
৯. ঘরে রেফ্রিজারেটর বসানোর সময় সঠিক নির্দেশিকা অনুসরণ করুন।
১০. রেফ্রিজারেটরের কনডেন্সার কয়েল পরিষ্কার করুন।
সূত্র: ওয়ান সাইট গো