মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : একের পর এক অনিয়মের অভিযোগ, নোটিশ, তিরস্কার, বিভাগীয় মামলা, বদলি, সাময়িক বরখাস্ত, শুধু চূড়ান্ত বরখাস্তটাই বাকি রয়েছে তার। তবু থেমে নেই তার অপকর্ম। সরকারি চাকুরির বিধি-বিধান উপেক্ষা করে সমান তালেই চলছে সকল অপকর্ম। কর্তৃপক্ষ এসব অপকর্মের বিষয়ে ব্যবস্থা নেওয়ায় একজন সরকারি চাকুরিজীবী হয়ে নিজেকে আওয়ামী লীগার পরিচয়ে বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষকে উকিল নোটিশের মাধ্যমে শাস্তির ভয় দেখিয়ে দিয়েছেন হুমকি। তিনি বর্তমানে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির প্রশাসনিক বিভাগের ডিজিএম মোঃ মোশারফ হোসেন সরকার। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিকর্তাদের সাথে তার সখ্যতা থাকায় বড়পুকুরিয়া কয়লা খনির কোন কর্মকর্তাকে দাম দিতেন না এবং অফিসের কোন কাজও করতেন না। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় বড়কপুকুরিয়া খনি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ২৫টি প্রশাসনিক ব্যবস্থা নিয়েও কিছুই করতে পারেনি।
দালিলিক সূত্রে জানা যায়, কোম্পানির স্বার্থবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পেট্রোবাংলা ২০১৪ সালের ২৮ এপ্রিল মোশারফ হোসেনকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন প্রেষণে বদলি করে। কিন্তু কিছুদিন থাকার পর তিনি দলীয় প্রভাব খাটিয়ে পুনরায় বড়পুকুরিয়া খনিতে চলে আসেন। এরপরেও বিভিন্ন সময় কোম্পানীতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কর্তৃপক্ষ তাকে কয়েকবার বদলি করার পদক্ষেপ নেন। কিন্তু তিনি স্থানীয় ও দলীয় প্রভাব খাটিয়ে তা প্রতিহত করেন।
বড়পুকুরিয়া কয়লাখনির বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকায় অভিযোগে ২০১৮ সালের ৩০ এপ্রিল তাকে তিরষ্কার দন্ড দেওয়া হয়। নিয়মবহির্ভূতভাবে কোম্পানির গাড়ি ব্যবহার করায় এবং ড্রাইভারের সাথে দুর্ব্যবহার করায় ২০২১ সালের ১৫ ডিসেম্বর বিভাগীয় মামলা দায়ের করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করায় গত ১৫ মে মোশারফ হোসেনের বিরুদ্ধে আবারো একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে মোশারফ হোসেন নিজেকে একজন আওয়ামী লীগার পরিচয়ে গত ৩০ জুলাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মামলা এবং সকল অভিযোগ পনেরো দিনের মধ্যে প্রত্যাহার চেয়ে উকিল নোটিশ পাঠান। পরে ৫ আগস্ট তার আস্থাভাজন সরকারের পতন ঘটে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত ২০ আগস্ট মোশারফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেন।
অভিযোগ রয়েছে, এরপর থেকে মোশারফ হোসেন, যেহেতু তিনি একটি রাজনৈতিক দলের পক্ষপাতদুষ্ট। তাই তিনি বর্তমান সরকারকে বিব্রত করতে গত ৫ আগস্টের পর থেকে তার মনোনীত ও কিছু বহিরাগতদের নিয়ে বড়পুকুরিয়া কয়লাখনিতে অপ্রীতিকর ঘটনা অবতারণার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা সুনামের সাথে চলা চলমান বড়পুকুরিয়া কয়লা খনির ভাবমূর্তি নষ্টসহ বতর্মান সরকারকে বিব্রতকর পরিস্থিতে ফেলানোর অপচেষ্টা মাত্র।
এ বিষয়ে মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, তিনি রংপুরে আছেন। আগামী এক সপ্তাহের আগে তিনি এসব বিষয়ে কথা বলতে পারবেন না। একজন সরকারি চাকুরিজীবী হয়ে দলীয় পরিচয়ে উকিল নোটিশ দেবার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং মোবাইলের লাইন কেটে দেন।