তথ্যপ্রযুক্তি ডেস্ক
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের বেশিরভাগ সময়ই কাটাচ্ছেন ফেসবুক স্ক্রল করতে করতে। তবে বিজ্ঞাপনের যন্ত্রণা সহ্য করতে হয় এখানেও। কোনো ভিডিও দেখতে গেলেন একটু পরপর বিভিন্ন বিজ্ঞাপন এসে আপনার মুডটাই নষ্ট করে দেয়। চাইলে কিন্তু খুব সহজেই বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন। অবাঞ্ছিত বিজ্ঞাপন লুকিয়ে রাখার পাশাপাশি বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মতামত জানানো যায়। আপনার মতামতকে প্রাধান্য দিয়ে পরে অন্য বিষয়ে বিজ্ঞাপন দেখাবে ফেসবুক। ফলে অবাঞ্ছিত বিজ্ঞাপন আপনার নিউজফিডে দেখাবে না।
আপনার নিউজফিডে বিজ্ঞাপন আসা বন্ধ করতে যা করবেন-
> প্রথমেই প্রদর্শিত বিজ্ঞাপনের ডানদিকের কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।
> এরপর ড্রপডাউন মেন্যু থেকে হাইড অ্যাড (Hide ad) অপশন নির্বাচন করতে হবে।
> এখন আপনি কেন বিজ্ঞাপনটি লুকিয়ে রাখতে চাচ্ছেন, তা ফেসবুককে জানাতে হবে।
> নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বিজ্ঞাপনের ওপরের ডানদিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।
> সেখানে ‘হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড?’ অপশনে ক্লিক করুন।
> এরপরের অপশনে প্রবেশ করে ‘হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভারটাইজার’র পাশে থাকা হাইড বাটনে ক্লিক করুন।