ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : মানুষের কাছে মৌসুমী ফলের মধ্যে অতি পরিচিত ও সুস্বাদু হলো আনারস। রসালো ও খেতে সুস্বাদু হওয়ায় এর চাহিদাও বেশি। গত বছর যে আনারস প্রতি পিস বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায় এ বছর তা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২২ টাকা দরে। টানা বৃষ্টির কারণে বেশি পেকে যাওয়া আর ঈদুল আযহার কারণে কম বিক্রি হওয়ায় অর্ধেক দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছে আনারস চাষী ও বেপারীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের সবুজের বাজার, বুড়ার বাজার, নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর, রাবার বাগান এলাকায় ক্ষেত থেকে আনারস তুলে অটোরিক্সায়, গরুর গাড়ী, ভ্যান গাড়ী, সাইকেলে করে এনে স্তুপ করা হচ্ছে পাকা রাস্তার পাশে। সেখান থেকে ট্রাকে উঠানো হচ্ছে নওগাঁ, দিনাজপুর, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাঠানোর জন্য।
গোয়ালা বুড়ার বাজারে কথা হয় আনারস বেপারী মোঃ আলীমের সাথে তিনি জানান, এ বছর আমি আড়াই লাখ ফল (আনারস) ক্ষেতে কিনেছি প্রতি পিস ২০ থেকে ২২ টাকা করে। প্রতি ফলে খরচ করেছি ৫/৬ টাকা করে। সেই আনারসই বিক্রি করছি ১৫ থেকে ২০ টাকা করে। গত বছর আনারসের ব্যবসা করে যা কামাই করছিলাম এবার তার চেয়ে বেশি ঘাটতি যাবে।
রাবার বাগান এলাকায় কথা হয় আনারস চাষী নূরুল ইসলামের সাথে। তিনি বলেন, বৃষ্টির কারণে ক্ষেতে আনারস পেকে যাচ্ছে। বিক্রি না করলে পঁচে যাবে। তাই বাধ্য হয়েই কম দামে বিক্রি করতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৯৫০ হেক্টর জমিতে হানীকুইন, ক্যালেন্ডার ও জলডঙ্গী জাতের আনারস বেশি আবাদ করা হয়েছে।
এ ব্যাপারে কৃষি অফিসার রাকিব আল রানা বলেন, বৃষ্টিতে আনারস পাকে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষেতে আনারস বেশি পেকে যাওয়ায় আর বিক্রি কম হওয়ায় এমনটা হয়েছে। আনারসের বর্তমান এ বাজার স্থায়ী না।