আব্দুর রাজ্জাক রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজার থেকে প্রায় ১২০০ মিটার উত্তর-পশ্চিম দিকে সীমান্তঘেঁষা পশ্চিম বালাতাড়ী গ্রামের মোঃ আবুল বাশার চৌধুরীর ছেলে মোঃ মনোয়ার হোসেন মুন্না (২৬)কে গত রবিবার আনুমানিক রাত পৌনে ১১টার দিকে তার নিজ বাসা থেকে ফেন্সিডিলের বিকল্প ২২২ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ আভিযানিক দল। মুন্না এ উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এমপিওভুক্ত অফিস সহায়ক ও ওষুধ ব্যবসায়ী।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক ও উক্ত টিমলিডার মোঃ আব্দুর রহমান বলেন, গত রবিবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে কুড়িগ্রাম জেলাধীন ফুলবাড়ী উপজেলায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মোঃ মনোয়ার হোসেন মুন্নাকে গ্রেফতার করা হয় এবং একই ইউনিয়নের মোঃ আনোয়ারুল ইসলাম (৩৮), পিতা- আজো, গ্রাম- কৃঞ্চনানন্দ বকসি (বড়ই বাড়ি) আমাদের অবস্থান বুঝতে পেরে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর শয়নঘর সংলগ্ন পশ্চিম দিকে সুপারির বাগান হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট সাতটি নাইলনের ব্যাগ হতে ফেন্সিডিলের বিকল্প (৩০+১৯২) মোট ২২২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ২ লক্ষ ২২ হাজার টাকা। তিনি আরও বলেন, আমাদের নিকট খবর ছিল মুন্না দীর্ঘদীন থেকে মাদক চোরাকারবারি করে আসছিলো। আমরা তাকে নিয়মিত ফলো করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৪ (গ)/৪১ ধারায় মামলার এজহার দাখিল করা হয়েছে।
ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ বলেন, এস্কাফ কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য। এই মাদক সংরক্ষণ ও সেবন করা আইনত অপরাধ। এটি সেবন করলে মানুষের মৃত্যুঝুঁকি বেড়ে যায় এবং শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে এ থানায় মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৪ (গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে ।