মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজসহ যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। গত ২৬ মার্চ বুধবার প্রত্যুষে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে ফুলবাড়ী পৌরসভার পক্ষে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসাহাক আলী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।