ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণে ২ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ফুলবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলার বিএনপির কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে ছোট যমুনা নদীর উত্তরে থাকা ভবন থেকে মিছিলকে লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে।
পরে খোঁজ নিয়ে দেখা যায়, ককটেলের আঘাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ককটেল বিস্ফোরণের সাথে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, শান্তিপ্রিয়ভাবে মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। জায়গাটা একটু অন্ধকার থাকায় কাউকে চেনা যায়নি।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বলেন, আওয়ামী লীগের দোসররা আমাদের শান্তিপ্রিয় মিছিলে আক্রমণ করে আমাদের নেতাকর্মীদের জখম করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ককটেল বিস্ফোরণের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে সনাক্ত করে বিচারের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।