মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রামভদ্রপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুরসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। গত ৯ আগস্ট বিকালে সাবেক মেম্বার জয়নাল আবেদীনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলার রামভদ্রপুর গ্রামের সাবেক মেম্বার জয়নাল আবেদীনের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো একই গ্রামের আনিসুর রহমানের সাথে। তাদের এই বিষয় নিয়ে ইতিপূর্বে আদালতে মামলাও চলমান রয়েছে। বর্তমান সরকার পরিবর্তনের কারণ ও পুলিশের কর্মবিরতি পালনের কারণে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আনিসুর রহমান তার সহযোগীদের সাথে নিয়ে সাবেক মেম্বার জয়নাল আবেদীনের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাপত্র ভাঙচুর, গাছ কেটে ফেলা এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ নিকটতম সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর তিনটি গাড়ি ঘটনাস্থলে এসে সবকিছু নিয়ন্ত্রণ করে এবং ভাঙচুরকারীদের ধরে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেন। বর্তমানে মারভদ্রপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
ভুক্তভোগীরা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।