মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সাহাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেল সাড়ে ৪টায় পৌর বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে শহরের নিমতলা মোড়ে মানববন্ধন করেন ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনের আগে পৌর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে সমবেত হন। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এর বিরুদ্ধে অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মমতাজুল ইসলাম চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মর্তুজা হক অষ্টিন। এসময় উপস্থিত শত শত নেতাকর্মী প্রতিবাদ জানান।