ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ-২০২২ এর লক্ষ্যে উপজেলার ৪ হাজার ৭শত ৬টি আবেদনের প্রেক্ষিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৪শত ৩৭ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রকৃত কৃষকের মাধ্যমে ১ হাজার ৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে উন্মুক্ত লটারী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মঈন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া, মুক্তিযোদ্ধা ইসার উদ্দিনসহ উপজেলা খাদ্য দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন জানান, লটারীতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে আগামীকাল থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।