ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ১ হাজার ৬শত টন ধান ও ৩ হাজার ৭৪ টন চাল সগ্রহের লক্ষ্যে ফুলবাড়ী এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ফুলবাড়ী এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ¦ মোঃ মাহমুদ আলম লিটন। এসময় জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন, ওসি এলএসডি মোঃ ইমরান, চালকল মালিক সমিতির সভাপতি মোঃ সামসুল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম দিনে শিবনগর ইউনিয়নের দিপেন বাবু ১ টন ধান ২৮ টাকা দরে ও এমবি হাসকিং রাইচ মিল ৫ টন চাল ৪২ টাকা দরে ফুলবাড়ী গোডাউনে জমা দেন।