ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন (বিএমডিএ) ফুলবাড়ী জোনের আয়োজনে ভু-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী আদর্শ কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ও ২৮ নভেম্বর শুরু হওয়া আদর্শ কৃষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সার্কেল (বিএমডিএ) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ডিজিজেআইপি প্রকল্প পরিচালক প্রকৌশলী রেজা মোঃ নুরে আলম, দিনাজপুর রিজিওন বিএমডিএ নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ এজাদুল ইসলাম। এসময় ফুলবাড়ী জোনের বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আলম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন।