নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তে থেকে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। ৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে। ৮ জুন (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তে রবার বাগান নামক এলাকা থেকে মালিক বিহীন ৩শত ৬০ কেজি বার্মিজ সুপারি উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন (বিজিবি)।
সূত্রে জানাযায়, নাইক্ষ্যংছড়ি ১১,বর্ডার গার্ড ব্যাটালিয় (বিজিবি) অধীনস্থ বিওপির জোয়ানেরা সীমান্তের ৪৯ পিলারের কাছাকাছি জিরো লাইন এলাকায় নিয়মিত টহল দিতে গিয়ে দেশের অভ্যান্তরে রাবার বাগান নামক স্থান হতে মালীক বিহীন ৩শত ৬০ কেজি বার্মিজ সুপারি উদ্ধার করেছে ১১,বিজিবি। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত বার্মিজ সুপারি ব্যাটালিয়নে হেফাজত ও মামলার প্রক্রিয়াধীন রয়েছে।