বিনোদন প্রতিবেদক
‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেলেন দেশের প্রখ্যাত দুই শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও ফেরদৌসী রহমান। বুধবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। সৈয়দ আব্দুল হাদী এবং ফেরদৌসী রহমান যে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছে, এ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার জানানো হয়েছিল। আজ বৃহস্পতিবার প্রয়াত কিংবদন্তী নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন। বিশেষ এ দিনের আগে খ্যাতিমান শিল্পীর নামাঙ্কিত স্বর্ণপদক পেয়ে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন সৈয়দ আব্দুল হাদী ও ফেরদৌসী রহমান।