ফরিদপুর প্রতিনিধি : আজ ১৫ মার্চ ফরিদপুরের সোয়া তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গত বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহমুদুল হাসান।
তিনি জানান, জেলার সর্বমোট ১৯৪৪টি কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার দুইশত ৮১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ফরিদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল ও সিনিয়র সংবাদ কর্মী পান্না বালাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।