ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বায়তুল আমান এলাকার ইন্টারনেট ব্যবসায়ী সবুজ মোল্লা হত্যাকান্ডে ঘটনায় মামলা তুলে নিতে মামলার বাদী, নিহতের পিতা মো. শহীদ মোল্লাকে মামলা তুলে না নিলে হত্যার হুমকী দেয়া হয়েছে দাবী করে প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে বায়তুল আমান রেল সড়কের পাশে আধাঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মামলা বাদী, নিহতের পিতা ও স্বজনরা অভিযোগ করেন, ১০জন নামোল্লেখ করে অঙ্গাতনামা আরো আট থেকে দশ জনকে আসামী করে মামলা করা হলেও অদ্যবদি মাত্র একজন আসামী গ্রেফতার হয়েছে। কিন্তু প্রধান আসামী আদনান হোসেন অনুসহ অন্য আসামীরা গ্রেফতার না হওয়ায় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারের মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। তারা জানান, মামলা তুলে না নিতে নিহতের পিতা ও মামলার বাদী মো. শহীদ মোল্লাকে হত্যার হুমকী দিচ্ছেন। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন হয়ে পড়ছেন বলে দাবী মানববন্ধনকারীদের। তারা পরিবারটির নিরাপত্তা নিশ্চিত হরকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ০৪ জুলাই রাত দশটার দিকে বিলমাহমুদ পুর এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী সবুজ মোল্লাকে কুপিয়ে হত্যা করে একদল দূবৃত্ত।