ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী সাদ্দাম শেখকে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় আসামীরা আলাদতে উপস্থিত ছিল। সাজার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সানোয়ার হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো মোঃ জানি মোল্যা, মোঃ মেহেদী আবু কাওসার, সাজ্জাদ হোসেন মাতুব্বর, রাজেস রনি দাস, মোঃ রবিন মোল্যা। এছাড়া অপর এক আসামী আলমগীর হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করার আদেশ দেয় আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর গভীর রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে নিউ নুপুর পরিবহনের বাসটির ছিনতাই হয়। সেসময় বাসের সহকারী (হেলপার) সাদ্দাম শেখ বাসটি পাহারায় ভিতরে ঘুমিয়েছিল। ঐদিন সকালে জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা চৌরাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় হেলপার সাদ্দামের লাশসহ পরিত্যক্ত অবস্থায় বাসটি উদ্ধার করে পুলিশ। পরে বাসের মালিক জয়নাল আবেদীন বাদী হয়ে হত্যা ও বাস ছিনতাইয়ের অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর কোতোয়ালি থানার এস.আই অখিল কুমার আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত পেনাল কোডের ১৮৬০ এর ৩৯৬ ধারায় এই রায় দেয়।