ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে দম্পতিসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতরা সকলে নিকট আত্মীয়। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় মুন্সিবাজার রেলক্রসিংয়ে রাজবাড়ী-ভাঙ্গা রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। নিহত হলেন- মামুন চৌধুরী ওরফে লিটন (৫০) এবং তার স্ত্রী ফাহমিদা শারমীন মুন (৪০)। এরা ভুইয়াপাড়া নারায়ণগঞ্জের অধিবাসী। নিহত অন্যরা হলেন- নারায়ণগঞ্জের ভুইয়াপাড়ার মোঃ হাসিব জহিরের স্ত্রী সাজিয়া সাজু (৪৫), ভুইয়াপাড়ার মো. সাইদ ভুইয়ার স্ত্রী আতিফা রহমান (৩৬) ও নারায়ণগঞ্জের দড়ি মোল্লা কান্দার মোঃ আলমগীর হোসেনের স্ত্রী উম্মে তানসুমা রিনতু (৩০)।
নিহত মামুন চৌধুরীর ভায়রা মো. সালাউদ্দিন জানান, নিহতরা সকলে নিকট আত্মীয়স্বজন চাচাতো ভাই ও তাদের পরিবারের সদস্য। এরা ফরিদপুর সদরের গেরদা এলাকায় ঘোরার পর ফেরার পথে মাইক্রোবাস ট্রেনের সাথে সংঘর্ষের ফলে দুর্ঘটনার শিকার হয়।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই রেলক্রসিং সংলগ্ন রাস্তার দুই পাশে বেশ কয়েকটি দোকান রয়েছে। রয়েছে বেশ কয়েকটি গাছ। গেরদার দিক থেকে মুন্সিবাজারের দিকে সড়কটি সোজাসুজি চলে গেছে। তবে দুই পাশে দোকান থাকায় হুইসেল না দেওয়ায় ট্রেন আসা-যাওয়ার বিষয়টি বোঝা কষ্টকর।
ঘটনার প্রত্যক্ষদর্শী কাফুরা এলাকার বাসিন্দা আবু নাইম (৩৯) বলেন, মাইক্রোবাসটি মুন্সিবাজারের দিকে যাচ্ছিল। এটি রেল লাইনে ওঠার সাথে সাথে ট্রেনের সাথে সংঘর্ষ হয়। ট্রেন গাড়িটিকে সামনের দিকে প্রায় একশ গজ ঠেলে নিয়ে যায়। পরে রেল লাইনের পাশে একটি পিলারে ধাক্কা খেয়ে গাড়িটি পূর্বদিকে নিচের খাদে পড়ে যায়।
অপর প্রত্যক্ষদর্শী শেখ জাফর (৫৪) বলেন, এ রেল ক্রসিং অরক্ষিত। এখানে কোন গেট নেই। দোকানের কারণে হুইসেল না দিলে ট্রেন আসছে কি না বোঝা যায় না। ট্রেনটি গেট পার হওয়ার আগে কোন হুইসেল দেয়নি। তবে দুর্ঘটনার পর হুইসেল দিয়েছে।
মুন্সিবাজার এলাকার বাসিন্দা মো. সরোয়ার (৫৯) বলেন, এ রেলক্রসিংয়ে মাঝে মাঝে দুর্ঘটনা হয়। এই সড়কটিও গুরুত্বপূর্ণ। চরভদ্রাসন ও সদরপুর ফরিদপুর বাসস্ট্যান্ডে যেতে এ সড়কটি ব্যবহার করে। এখানে রেলক্রসিংয়ে গেট থাকলে ও গেটম্যান থাকলে এ দুর্ঘটনা ঘটতো না।
এলাকাবাসী জানায়, মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি রাজশাহী থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিকে আসছিল। এসময় দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসে। তারা ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করে। ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে গিয়েছিল। সেটি উৃদ্ধার করা হয়েছে, তবে তার ভিতরে কিংবা তার নিচে চাপা পড়া অবস্থায় কোন মৃতদেহ পাওয়া যায়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তারা দুইজন নারী। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক বলেন, নিহতদের মৃতদেহ বহন ও সৎকারের জন্য যাবতীয় খরচ বহন করবে জেলা প্রশাসন।
ফরিদপুর রেলের স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, মধুমতি এক্সপ্রেস নামের ওই ট্রেনটি দুপুর ১২টা ৫ মিনিটে ফরিদপুর স্টেশন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মুন্সিবাজার রেল ক্রসিং রেল বিভাগের অনুমোদিত নয়। তবে এ ক্রসিংটি গুরুত্বপূর্ণ। এখানে গেট ও গেটম্যান দেওয়ার জন্য তিনি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাবেন। তিনি বলেন, ওই রেল ক্রসিংটি রেলওয়ে অনুমোদন দিলে এ জাতীয় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
রেলওয়ে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক মো. সিদ্দিকুর ইসলাম বলেন, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহগুলি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।