ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ট্রান্সফরমার ও বিদ্যুৎ চুরিসহ যথাযথ নিয়মে বিদ্যুৎ ব্যবহারের উপর ব্যাপক জনসচেতনতা চালিয়ে গ্রামে গ্রামে ও ছোট বড় বাজারগুলোতে চলছে ভ্রাম্যমাণ বৈঠক।
জানা গেছে, ফরিদপুরে প্রতিনিয়ত ঘটছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে বিপাকে পড়তে হচ্ছে বিদ্যুতের সাধারণ ব্যবহারকারীদের। কখনো কখনো ব্যাহত হচ্ছে চাষাবাদও। একইসাথে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের প্রবণতার লাগাম টেনে ধরতেই বিদ্যুৎ বিভাগের এ ভ্রাম্যমাণ বৈঠকের আয়োজন।
অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় জেলার গ্রীড ও অফ গ্রীড (পদ্মার চরাঞ্চল) এলাকায় মোট নয় হাজার একশ ৩০ কিলোমিটার বিদ্যুৎ লাইনের ১৮টি উপকেন্দ্রের মাধ্যমে চার লাখ ৪৭ হাজার পাঁচশ ৬০টি সংযোগের মাধ্যমে প্রায় ১৮ লাখ মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে। এছাড়া ২০ হাজার ট্রান্সফরমারের মাধ্যমে তিন হাজার সেচপাম্প ও সহস্রাধিক শিল্প সংযোগ রয়েছে।
সূত্র আরো জানায়, ২০২২ সালে জেলার বিভিন্ন স্থান থেকে ২৯২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের। এছাড়া অধিকাংশ ট্রান্সফরমার কৃষি সেচভুক্ত এলাকা থেকে চুরি যাওয়ায় অনেক সময় ব্যাহত হয় চাষাবাদও।
ক্ষতিগ্রস্তদের দাবী, নতুন করে ট্রান্সফরমার পেতে বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। চুরি যাওয়া ট্রান্সফরমারের মূল্য পরিশোধ করতে হয়। এছাড়া আবেদন করে ট্রান্সফরমার আনা সময়সাপেক্ষ হওয়ায় সমস্যায় পড়তে হয় গ্রাহকদের।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান জানান, ট্রান্সফরমার ও বিদ্যুৎ চুরি ছাড়াও নিয়মানুযায়ী বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যথাসময়ে বিল পরিশোধে গ্রাহকদের অনুপ্রাণিত করতে নিয়মিত ভ্র্যাম্যমাণ বৈঠক করা হচ্ছে। গ্রামগঞ্জের ছোট ছোট বাজারসহ জনবহুল এলাকাগুলোতে এ বৈঠকের মাধ্যমে গ্রাহকদের সচেতন করা হচ্ছে।