ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা গ্রামে মিল্লাত চৌধুরী(৩৩) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিন থেকে চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিল্লাত একই এলাকার বাবুল চৌধুরীর পুত্র।
গেরদা ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য সালাম সিকদার ও স্থানীয়রা জানান, গত রাত তিনটা থেকে চারটের সময় মাতুব্বার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে বিল্লাল চৌধুরী। এসময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতের দিকে স্থানীয়দের ফোন পেয়ে ওই এলাকা থেকে গণপিটুনিতে নিহত বিল্লালের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।