ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নে বিবদমান দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বালিয়া বাজারের অন্তত ১২টি দোকান ভাঙ্গচুর ও লুটপাট করা হয়। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
স্থানীয়রা জানায়, ওই এলাকার আওয়ামীলীগ নেতা নুরু মাতুব্বর ও বিএনপি সমর্থক জাহিদ মাতুব্বর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি নুরু মাতুব্বর একটি মামলায় কারাগারে থাকায় তার পক্ষে ভাই, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর মাতুব্বর ওই পক্ষের নেতৃত্ব দেন।
তারা জানান, পূর্ব বিরোধের জেরে গত বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উভয়পক্ষের কয়েকশত লোকজন দেশীয় অস্ত্র, রামদা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে। এসময় অন্তত ৩০ জন আহত হয়। রাত পৌনে ১০টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিএনপি সমর্থক মোঃ জাহিদ মাতুব্বর জানান, প্রতিপক্ষ মনসুর মাতুব্বরের সমর্থকরা কোনো ধরনের উস্কানি ছাড়াই সংগঠিত হয়ে মধ্য বালিয়া গ্রামের ইকরাম হোসেনসহ কয়েকজনকে ধাওয়া করে। পরে বালিয়া বাজারে মামুন হোসেনের ইলেকট্রনিক্স দোকানে ঢুকে হামলা চালিয়ে মারধর ও ভাংচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির কর্মী-সমর্থকেরা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে।
তিনি দাবী করেন, প্রতিপক্ষ নান্নু মাতুব্বর, বাতেন মাতব্বর, নাহিদ মাতুব্বর, আনোয়ার শেখ, শাজাহান মাতুব্বর, জনি ফকির, দেলোয়ার মাতুব্বর, মহিউদ্দিন মাতুব্বর গংদের নেতৃত্বাধীন আওয়ামী লীগের একটি অংশ ২০১৮ সালের শামা ওবায়েদ রিংকুর (বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক) গাড়িতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলা করেছিল। তারাই এখন সংগঠিত হয়ে বিএনপির নেতাকর্র্মীদের ওপর একই কায়দায় হামলা চালাচ্ছে।
এদিকে নুরু মাতুব্বরের ভাই মুনসুর মাতুব্বরের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়েছে। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।