ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন বীরত্বগাঁথা। উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প’ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনান বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্ল্যাহ তপাদার, বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এইচ মুনসুর আলী ও বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান।
এসময় মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ অনুষ্ঠান সময়োপযোগী। দৃঢ় আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। এখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং এ চেতনা ধারণ করতে হবে। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানান দিতে হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক (পিডি) নূরুল আমিন, উপ-পরিচালক এরশাদ মিয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আমান উল্যাহ আমান, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জহির হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম। পরে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধভিত্তিক কুইজে অংশগ্রহণ করেন এবং উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের উপহার ও সনদপত্র তুলে দেন।