(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রাণের সিলেট নামে একটি অরাজনৈতিক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠনের আয়োজনে সুনামগঞ্জে অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকার পানসী রেস্টুরেন্টের কনফারেন্স হলে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রাণের সিলেট সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম মাহফুজুর রহমান সজীবের সভাপতিত্বে ও মোঃ নাজমুল হোসাইন ও হাফিজ ইমদাদুর রহমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জজকোর্টেও পি পি ও সংগঠনের উপদেষ্টা এড. সামছুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব এটিএম হেলাল, মোহাম্মদ সাইফুল ইসলাম, আমিনুর রশিদ, মাওলানা তৈয়্যিবুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মণির উদ্দিন মণির, প্যানেল মেয়র আহমদ নুর, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মুকুল বখত ও সোয়েব খাঁন প্রমুখ। পরে কয়েকজন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনটির জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আজকে একটি স্বাধীন ভূখন্ড বাঙ্গালী জাতি পেয়েছি বলেই মাহে রমজান পালন করতে পারছি। পবিত্র মাহে রমজান মাস হচ্চে সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। তাই এই মাসে সবাই সংযত হয়ে রোজা পালনের আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।